Success Story

পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অমর একুশে গ্রন্থমেলায় অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) স্থাপিত ই-তথ্যকেন্দ্র থেকে পাবলিক লাইব্রেরির ডিজিটাল সংস্করণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে জনগণ সহজেই গণগ্রন্থাগার অধিদফতরের যাবতীয় সেবা সম্পর্কে জানতে পারবেন। অনলাইনেই গ্রন্থাগারে কি বই রয়েছে, এর প্রকাশক ও প্রকাশকাল সম্পর্কিত তথ্যাদি, নতুন বই, সর্বাধিক পঠিত বই, ই-বুক এবং জনপ্রিয় বইয়ের তালিকা পাওয়া যাবে।

এছাড়াও এখানে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের লাইব্রেরি এবং এর সহযোগী প্রতিষ্ঠানের লিংকসমূহ। স্বত্বাধিকার সংরক্ষণের বাইরে মোট ১১৭৮ টি ই-বুক অনলাইনে যেকোনো পাঠক যেকোনো জায়গা থেকে পড়তে বা সংরক্ষণ করতে পারবেন।

ইউএনডিপি এবং ইউএসএইড’র কারিগরি সহায়তায় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় বাস্তবায়িত এই ওয়েবপোর্টালটি তৈরী ও রক্ষণাবেক্ষণে রয়েছে-TechnoVista Limited

লিঙ্ক: http://www.publiclibrary.gov.bd